Friday, October 26, 2018

ঢাকেশ্বরী মন্দির - বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র(Dhakeswari Temple - popular tourist center of bangladesh)



বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও ঢাকার প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঢাকেশ্বরী মন্দির। কিংবদন্তী আছে রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরের জঙ্গলে দেবী দুর্গার একটি মূর্তি পেয়ে সেটাকে উপযুক্ত স্থানে রাখার জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠেন।তাই একটি মন্দির নির্মাণ করে সেটিকে সেখানে স্থাপন করেন। আর নাম দেন ঢাকেশ্বরী মন্দির। অনেক ঐতিহাসিকের মতে এই ঢাকেশ্বরী নাম থেকেই ‘ঢাকা’ নামের উৎপত্তি। এই মন্দিরের নামের আক্ষরিক অর্থ দাঁড়ায় ঢাকার ঈশ্বরী।

বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই ঢাকেশ্বরী মন্দিরঃ


বাংলাদেশের হিন্দু ধর্মাবলীদের মতে তাদের এই মন্দিরের নাম অনুসারেই রাজধানী ঢাকার নামকরণ করা হয়েছে। এই ঢাকায় অবস্থিত হিন্দুদের একটি মন্দির ও ধর্মচর্চা কেন্দ্র। ১২শ শতাব্দীতে এটি রাজা বল্লাল সেন গড়ে তোলেন। তবে এই রাজা বল্লাল সেন, সেন বংশের রাজা বল্লাল সেন কিনা তা নীয়ে মতভেদ আছে। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরটি চুন-বালুর গাঁথুনিতে নির্মিত। অনেকেই মনে করেন এর নির্মাণশৈলী বৌদ্ধমন্দিরের মতো। কারণ আরাকানি বৌদ্ধমন্দিরের মতো এখানে পুকুর, অশ্বত্থ বৃক্ষ, বাগান, মঠ, পান্থশালা, সন্ন্যাসীর আশ্রম, মণ্ডপ, বারান্দা ইত্যাদি রয়েছে। এফ বি ব্রাডলি বার্ট ১৯০৬ সালে রোমান্স অব অ্যান ইস্টার্ন ক্যাপিটেল নামক গ্রন্থে লিখেছেন, ‘বর্তমান মন্দিরটি ২০০ বছরের পুরোনো ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক হিন্দু এজেন্ট নির্মাণ করেন।’ অবশ্য গত এক শ বছরে মন্দির কমপ্লেক্সটির অনেক সংস্কার হয়েছে। এখানে হিন্দুদের বিয়ে থেকে শুরু করে নানা পূজাপার্বণ হয়। বিভিন্ন সময় এই মন্দিরটি সংস্কার হয়েছে। আর প্রতিবারই এর আদি রুপের পরিবর্তন ঘঠেছে। বর্তমান রুপ মন্দিরটির আদি রুপ নয় এটা নিশ্চিত করে বলা যায়।


কোথায় অবস্থিত বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র টিঃ


এই মন্দিরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের দক্ষিণ-পশ্চিম প্রান্তে এবং পলাশী ব্যারাক এলাকার নিকটবর্তী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এলাকার দক্ষিণে ঢাকেশ্বরী রোডে অবস্থিত মূল মন্দিরটি মন্দির প্রাঙ্গনের পূর্বাংশে অবস্থিত। এই মণ্ডপে রয়েছে দুর্গা পূজার স্থায়ী বেদী। এখানে দুর্গা দেবীর একটি ধাতু-নির্মিত প্রতিমা রয়েছেমূল মন্দির প্রাঙ্গনের বাইরে মহানগর পূজা মণ্ডপ অবস্থিত। এখানে প্রতি-বৎসর দুর্গা-পূজা হয়ে থাকে। মন্দির প্রাঙ্গনের উত্তর পশ্চিম কোণে রয়েছে চারটি শিব মন্দির

কিভাবে যাবেন ঢাকেশ্বরী মন্দিরঃ


বিশ্বের যে কোন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় এসে শাহবাগ নেমে রিক্সা যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত নান্দনিক এই মন্দিরে যাওয়া যায়।

কোথায় থাকবেন ও কি খাবেনঃ


বাংলাদেশের রাজধানী ঢাকা জুড়ে ছড়িয়ে রয়েছে সাধারণ থেকে ফাইভ স্টার মানের আবাসিক হোটেল। আর ঢাকার অলিতে গলিতে রয়েছে বিভিন্ন মানের রেস্তোয়া। তবে এখানে খাবার পর বাড়তি ভ্যাট গনতে হয় যা বিরক্তিকর।

ঢাকেশ্বরী মন্দিরের নতুন নতুন ছবি দেখতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন।

আরো পড়ুনঃ

ময়মনসিংহের কুমিরের খামার (Crocodile farms of Mymensingh)

No comments:

Post a Comment