Monday, October 22, 2018

কক্সবাজার সবচেয়ে সুন্দর এবং বড় সমুদ্র সৈকত (Cox’s Bazar is the beautiful largest sea beach)



কক্সবাজার, বাংলাদেশের অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং বাংলাদেশের অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত।কক্সবাজার একটি ছোট শহর এবং দক্ষিনে অবস্থিত। বাংলাদেশের ছোট বন্দর।এই বিশিষ্ট সামুদ্রিক শহর বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত ।120 কিলোমিটার একটানা  বালিময় সৈকত !এবং এটি বাংলাদেশের পর্যটন রাজধানী। সৈকত বিশ্বের পর্যটকের কাছে জনপ্রিয় হবার মূল কারণ হলো এই বীচ হাঙ্গর মুক্ত এবং স্নান, সাঁতার এবং সূর্য স্নানের জন্য ভাল। প্রচুর স্থানীয় পর্যটক ও বিদেশী পর্যটক কক্সবাজারে আসে। কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় সারা বছর ধরে ভীড় থাকে।


এটি সমুদ্রের স্নানের জন্য একটি নিরাপদ ও ভাল জায়গা।যে কেউ ঢাকা ও চট্টগ্রাম থেকে আকাশ পথে ও সড়ক পথ দিয়ে কক্সবাজারে যেতে পারেন।কক্সবাজার একটি ছোট শহর। কিন্তু শহরের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর।এই স্থানের জলবায়ু খুব স্বাস্থ্যকর।বঙ্গোপসাগরের দক্ষিণে এটি অবস্থিত।এই জায়গায় একটি উচ্চ মান পর্যটন কেন্দ্র আছে।বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের থাকার জন্য ভাল ব্যবস্থা আছে।অনেক বিদেশি এই জায়গাটিতে অবকাশ যাপন করতে আসেন।এখানকার মানুষ খুব অতিথি পরায়ন। অনেক মাছ এখানে পাওয়া যায়।

দর্শনীয় স্থানঃ

লাবনী বীচ
কলাতলী বীচ
ইনানী বীচ
হিমছড়ি
রাডার ইস্টেশন
টেকনাফ
সোনাদিয়া দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ
মহেশখালী দ্বীপ

এখাকার রমনী বিশ্বের মধ্য আকর্ষনীয়।প্রতিটি মার্কেটে আছে সুন্দরী মহিলা সেলসম্যান।


ষাট গম্বুজ মসজিদ নতুন নতুন ছবি দেখতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন। 


আরো পড়ুনঃ

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের ঐতিহ্য (The sixty domed mosque is the tradition of Bangladesh)

No comments:

Post a Comment