Tuesday, October 16, 2018

“বাঁশবাড়ি সমুদ্রসৈকত” (Bashbari sea beach)



আপনি কী জানেন সীতাকুণ্ডে সমুদ্রসৈকত আছে? এবং চমৎকার সে জায়গাটি! দেখে মনে হয় সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সীতাকুণ্ডকে প্রাকৃতিক রূপ বৈচিত্রে চমৎকার ভাবে সাজিয়েছেন। সীতাকু্ণ্ডেরপূর্বে সারি সারি পাহাড় আর পশ্চিমে সুবিশাল সমুদ্র, এ যেন প্রকৃতির অপরূপমিলন।
সীতাকুন্ড সমুদ্রসৈকতটি বাণিজ্যিকভাবে ব্যবহূত হয়ে আসছে। এর তীরে ১৫২ টি জাহাজ ভাঙ্গা শিল্প অবস্থিত। সীতাকুন্ড থেকে সন্দ্বীপগামী ৪টি ফেরিঘাট এখানে রয়েছে। অসম্ভব সুন্দর এই জায়গাটি পড়বে চট্টগ্রাম শহর থেকে ৪০ কি।মি উত্তরে।

যেভাবে যাবেনঃ রাতের বাসে যেকোন চট্টগ্রামগামী বাস নিয়ে চট্টগ্রাম চলে যান। তারপর চট্টগ্রাম শহর থেকে বাস, মেক্সী, টেক্সীতে ৪০ কি.মি. উত্তরে এলে সীতাকুণ্ড উপজেলা পড়বে। সীতাকুন্ড বাঁশবাড়িয়া বাজার নেমে হাইওয়ের পশ্চিমে সিএনজিকে সমুদ্রসৈকত বললেই নিয়ে যাবে ৷ ভাড়া জনপ্রতি ২০ টাকা ৷ আর রিক্সায় যেতে চাইলে ভাড়া পরবে ৪০-৫০ টাকা ৷ ২জন হলে সিএনজি থেকে রিক্সাই ভালো কারন এতে করে রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায় ৷

বাঁশবাড়ি সমুদ্রসৈকতের নতুন নতুন ছবি দেখতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন। 

আরো পড়ুনঃ

নিঝুম দ্বীপ - একটি নিরব সৌন্দর্যের দ্বীপ ( Nijhum Dwip is a silant island )

No comments:

Post a Comment