Wednesday, October 31, 2018

হামহাম জলপ্রপাত শ্রীমঙ্গল - প্রকৃতির অপরুপ সৌন্দর্যের হাতছানি (Hammam Waterfalls Srimangal - The beauty of nature is very charming


বাংলাদেশে সবচেয়ে আশ্চর্যজনক জলপ্রপাত দেখতে সুযোগ মিস করবেন না! জীবনে সবচেয়ে আশ্চর্যজনক জিনিসগুলি কঠিন কষ্ট ছাড়া এবং এটির প্রতি দৃঢ়সংকল্প দেখানো ছাড়া অর্জন করা যায় না। মৌলভীবাজারে হাম হাম জলপ্রপাতে ভ্রমণে যাবার অভিজ্ঞতা অনেকটা এই রকমই। মৌলভীবাজার জেলার রাজকান্দি রিজার্ভ বনে বাংলাদেশের সৌন্দর্য মন্ডিত এই হাম হাম জল প্রপাতটি অবস্থিত। এই জলপ্রপাত প্রায় 135 - 160 ফুট উচ্চ এবং বৃষ্টির সময় এটি তার সেরা সৌন্দর্য মিলে ধরে। মৌলভীবাজার তার চা বাগানের জন্য এবং বিশেষ করে 7 স্তর বিশিষ্ট রঙ্গিন চায়ের জন্য সুপরিচিত। মৌলভীবাজারের দূর্গম ও পাহাড়ী অংশে এই জলপ্রপাত অবস্থিত। এই এলাকাটি সিলেটের বাকি অংশের তুলনায় বেশ দূর্গম কিন্তু প্রকৃতপক্ষে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে এই দূর্গমতায় সহায়তা করে। এখানে একমাত্র পায়ে হেঁটে যেতে হয় তাই একমাত্র পর্যটক ছাড়া কেউ এখানে যাতায়াত করে না। তবে এখানে যেতে যেহেতু শারিরিক সক্ষতা দরকার তাই যারা বয়সে তরুন এবং এডভেঞ্চার প্রিয় তারাই যেতে পারবে। এখানে ভালমানের রেস্টুরেন্ট ও বাসস্থানের অভাব বেশ পরিলক্ষিত হয়।

বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কিভাবে যাবেন(How to get there?)ঃ


এটা সত্যিই বেশ সহজ। আপনাকে অবশ্যই যা করতে হবে, মহাখালী বাস স্ট্যান্ড বা সায়দাবাদ বাস স্ট্যান্ডে যান এবং নিজের জন্য শ্রীমঙ্গল বাসের টিকেট বুক করুন। হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন এবং মামুন এন্টারপ্রাইজের বাস গুলো করে শ্রীমঙ্গলে চলে আসুন। আপনি শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি অটোরিকশা বা একটি জিপ ভাড়া নিন যা আপনাকে নোংরা পথ, ধূলিমলিন রাস্তা এবং সুন্দর বনের মধ্য দিয়ে নিয়ে যাবে।তাছাড়া ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। দুপুর ২টায় প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ১০টায় ছাড়ে উপবন এক্সপ্রেস। ভাড়া ১১৫ টাকা থেকে ৭৬৫ টাকা। হাম হাম পৌঁছানোর পর আপনি সেখানে আপনার ব্যাগগুলি দোকানগুলিতে রেখে দিতে পারেন এবং পাহাড়ের মধ্যে থেকে আপনার যাত্রা শুরু করার জন্য একটি গাইড সাথে নিতে পারেন। গহীন এবং পাহাড়ি বনের ভেতরে প্রায় আড়াই ঘন্টা হাটতে হবে, বনের প্রায় সাড়ে ৭ কিলো ভেতরে হাম হাম। উচু পাহারে উঠতে হবে, তাই সাবধান থাকতে হবে। সাথে অবশ্যই লাঠি নিবেন ওখান থেকে, ৫ টাকা নেবে। লবন বা গুল নিবেন জোকের জন্যে। আসা যাওয়া নিয়ে প্রায় ৫ ঘন্টা হাটতে হবে।

সাধারণ কিছু নির্দেশনাঃ


খুব সকালের দিকে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আপনারা যথাসাধ্য চেষ্টা করুন,বিশেষ করে ভোর 5 টা বা 6 টা মধ্যে। একবার আপনি হাম হাম পৌঁছালে দয়া করে খুব বেশি বিলম্ব করবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব ট্র্যাকিং শুরু করুন কারণ এটি একটি দীর্ঘ ভ্রমণ এবং সন্ধ্যার অন্ধকার হয়ে যাওয়ার পরে ফিরে আসা বেশ কঠিন হয়ে পরবে।

কোথায় খাবেন(Where to eat there?)ঃ


শ্রীমঙ্গল অথবা মৌলিভীবাজারে আপনার পছন্দের যেকোন জায়গায় থাকতে পারেন। দেখবেন আপনি যেখানে আছেন তার আশে পাশে অসংখ্য খাবার হোটেল রয়েছে। অথবা হাম হামের আসে পাশের দোকানে দুপুরের খাবারের অর্ডার দিয়ে যেতে পারেন ফিরতিপথে সেগুলো খেতে পারেন ইচ্ছা করলে স্থানীয় অধিবাসীদের ঘরে তৈরী করা সুস্বাদু খাবারও খেতে পারেন স্বল্প মুল্যে। 


কোথায় থাকবেন(Where to stay?)ঃ


শ্রীমঙ্গল বা মৌলভীবাজারে রাত্রি কাটানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক হোটেল আছে। আপনি হোটেল শোনারগাঁও, পর্যটন রেস্ট হাউস, শেরাটন প্লাজা, হোটেল হেলাল, হোটেল রেজিয়া, অথবা হোটেল গ্র্যান্ড সুলতান কে থাকার জন্য বেছে নিতে পারেন। আপনি যদি অত্যন্ত বিলাসবহুল ভাবে থাকতে চান তবে আপনি হোটেল শোনারগাঁও বা হোটেল গ্র্যান্ড সুলতান কে বেছে নিতে পারেন। আপনি যদি কম বাজেটে আপনার বন্ধুদের সাথে রাত্রি কাটাতে অথবা খরচ কম করতে চান তবে আপনি হোটেল হেলাল বা হোটেল রেজিয়া বেছে নিতে পারেন। তবে হামহাম ঝর্না এলাকার আশেপাশে থাকার মতো তেমন ভালো ব্যবস্থা নেই। তবে নিজেকে যদি মানিয়ে নিতে পারেন তাহলে তৈলংবাড়ী কিংবা কলাবন পাড়াতে আদিবাসীদের ঘরে থাকতে পারেন।

আশেপাশে পর্যটকদের জন্য আর্কষনীয় স্থানঃ


হাম হাম জলপ্রপাতঃ

  
মৌলভীবাজারের প্রধান আকর্ষণগুলির মধ্যে হাম হাম জলপ্রপাতটি হ'ল এটি ২006 সালে আবিষ্কৃত একটি খুব নতুন জলপ্রপাত এবং এটি মানুষের দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্থ বা পরিবর্তিত হয় নাই। প্রাকৃতিক সৌন্দর্য দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত প্রসারিত। এটি একটি অত্যন্ত ফোটোজেনিক এলাকা, প্রাকৃতিক দৃশ্য এবং আশ্চর্যজনক দর্শনীয় সব ধরণের উপাদানে ভরপুর।


রাজকান্দি রিজার্ভ বনঃ

  
রাজকান্দি রিজার্ভ বন একটি মজার ও আশ্চর্যজনক জায়গা। জঙ্গলে আছে ছোট ছোট পাহাড় এবং নান্দনিক সৌন্দর্যময় প্রাকৃতিক শোভা। আপনি রিজার্ভ ফরেস্ট ভ্রমনের জন্য গাইড সাথে নিতে পারেন। গাইড আপনাকে ফরেস্টের সবচেয়ে সুন্দর জায়গায় নীয়ে যেতে পারে।


হাম হাম জলপ্রপাতের নতুন নতুন ছবি দেখতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন। 


আরো পড়ুনঃ

ঢাকেশ্বরী মন্দির - বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র(Dhakeswari Temple - popular tourist center of bangladesh)

No comments:

Post a Comment